1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনীতি ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে আজ বুধবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, গত ৫ নভেম্বর সৌদি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মদিনার মসজিদে নববিতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। একই দিন রাতে তিনি মক্কায় পৌঁছে এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন।

এরপর গত ৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি শেখ হাসিনা ‌‌‌‌‌‌‌‌‌‘উইমেন ইন ইসলাম’ প্রদর্শনীর উদ্বোধন করেন।

৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরব অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি