1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি। দেশে ধর্ষণের মহোৎসব চলছে এমন দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের এ ডাক দিয়েছে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৃহস্পতিবার ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সারাদেশে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হবে। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের এই কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি ও দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।

মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও অঙ্গ সংগঠন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি