1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

পুরুষাঙ্গ বিহীন জন্মেছে সন্তান; হতাশায় ভূগছে গোটা পরিবার 

লাবলু
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
সাদুল্লাপুর (গাইবান্ধা) : জন্মই যার আজন্ম পাপ।
জিসান তুমি এলে ভবে, কষ্টের পাহার নিয়েই এলে এটাও আল্লার খেলা, তোমায় জন্ম দিয়েই তোমার শরীরে তাকিয়ে ডুকরে কেদে উঠেছে তোমার মা, আজ ও প্রতিদিন তোমার মুখপানে চেয়ে দোলনার পাশে বসে তোমার ভবিষ্যৎ চিন্তা করে নিরবে ফেলছে চোখের জল। ১মাস ৫ দিন বয়সের জিসানকে নিয়ে ঘুম-নেই গোটা পরিবারের।
গত ফেবরুয়ারী মাসের ২৭ তারিখে সাদুল্যাপুরের খোদাবক্স মধ্যপাড়া গ্রামের নুর আলমের স্ত্রী সাইবেনী বেগম জন্ম দিয়েছে ফুটফুটে এই ছেলে সন্তান ভাগ্যের নির্মম পরিহাস শরীরের অংগ প্রত্যাঙ্গ সবই আছে নেই শুধু পুরুষ অংগ,পুরুষাংগ বিহীন ছেলে জন্ম দিয়ে অশান্তির চিতায় জ্বলছে গোটা পরিবার, কি হবে কি করবে সদা ভাবছে জিসানের মা বাবা চিকিৎসক বলছেন জিসানের অপারেশন করলে হয়তো বা পুরুষাংগ ফিরে আসতে পারে দরকার মোটা অংকের টাকা হত দরিদ্র পিতা কোথায় পাবে এত টাকা? মাথা গোঁজার ঠাঁই বলতে আছে ৬ শতাংশ জমি সেখানেই টিনের বেড়া দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পরের দোকানে কর্মচারীর কাজ করে অতি কষ্টে দিন চলে তার,তার ঘরেই আবার জন্ম নিয়েছে পুরুষাংগ বিহীন সন্তান, সরে জমিনে জিসানের খোঁজ নিতে গিয়ে দেখা গেছে জিসানের দোলনার পাশে বসে অঝোর নয়নে কাদছে দুঃখিনি মা, সমাজের দানশীল ব্যাক্তি, সমাজ সেবক, উপজেলা সমাজ সেবা কার্যালয় কতৃপক্ষ জিসানের অপারেশনের দায়িত্ব নিলে হয়তবা জিসান ফিরে পাবে পুরুষাংগ, বাকিটা জীবন কাটবে তার খুশিতে সত্যিকার পুরুষের দাবীদার হয়ে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যপক নব-জাতক ও শিশু কিশোর সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: ময়নুল হক মানিক বলেছেন জিসানকে ৩ বার অপারেশন করতে হবে। ব্যায় হবে অনুমানিক ২ লাখ টাকা, জিসানের মলত্যাগের দ্বার থাকলেও প্রসাবের দ্বার নেই, নাভীর পাশ দিয়ে সব সময় চুয়ে চুয়ে প্রসাবের মতো পানি আসে, মানুষ মানুষের জন্য আসুন আমরা সবাই জিসানের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়াই তার পিতার মোবাইল নং ০১৭৬৫৯০৫৩৩৬

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি