1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

‘ফাইটার’ ডুবতেই বিস্ফোরক পরিচালক সিদ্ধার্থ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

দেশপ্রেম, অ্যাকশন, হৃতিক-দীপিকা ম্যাজিক! এতকিছু থাকা সত্ত্বেও বলিউড বক্স অফিসে কামাল দেখাতে পারল না ‘ফাইটার’। আর ছবির ভরাডুবি দেখে রীতিমতো ভেঙে পড়েছেন বলিউডের ‘সুপারহিট’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্প্রতি এক সাক্ষাৎকারে হতাশার কথা প্রকাশ্যে বলেছেন সিদ্ধার্থ।

‘ফাইটার’ ছবির দুর্বল ব্যবসা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিদ্ধার্থ আনন্দ বলেন, ”আসলে এই ধরনের ছবি দেখার অভ্য়াস নেই ভারতীয় দর্শকদের। সেই কারণেই ছবিটা ব্যবসা করছে না। আর সবথেকে বড় ব্যাপার, এদেশের ৯০ শতাংশ মানুষের প্লেন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অনেকে তো প্লেন চড়েননি। তাই বিমান নিয়ে ছবি তাঁরা বুঝতে পারেনি।”

এর আগে সংবাদমাধ্যমে পরিচালক বলেছিলেন, ”এরকম ব্যবসা করবে ছবিটা বুঝতে পারিনি। হয়তো কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। এই ছবির মধ্যে বিনোদনের সবকিছু ছিল, তবুও দর্শকদের পছন্দ হল না।”

প্রসঙ্গত, পুলওয়ামা, বালাকোট কাহিনি থেকে মুখ ফেরালেন খোদ ভারতীয় দর্শকরাই! দেশপ্রেম দেখিয়েই বক্স অফিসে কিস্তিমাত করতে চেয়েছিলেন সিদ্ধার্থ আনন্দ। ঠিক যেমনটা ২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসে ‘পাঠান’-এর দৌলতে করতে পেরেছিলেন। তবে এবার হিসেবটা একটু নড়চড় হয়ে গেল! সেই একই দেশপ্রেমের গাঁথা আদ্যোপান্ত মশালা মোড়কে দেখালেন ঠিকই, কিন্তু ভারতীয় দর্শকরা এবার আর সেই ম্যাজিকে ভুললেন না! সিদ্ধার্থ, শাহরুখ খানের ‘পাঠান’ ৩ দিনে যেখানে ৩০০ কোটির গণ্ডী ছাড়িয়েছিল, সেখানে হৃতিক-দীপিকার মতো বলিউডের দুই গ্ল্যামারাস দুঁদে তারকাও ‘ফাইটার’-এর উড়ান সেরকম সফল করতে পারলেন না। ভারতীয় বক্স অফিসেই ফিকে পুলওয়ামা, বালাকোটের আঁধারে তৈরি সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ম্যাজিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি