1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশে উত্তর অঞ্চল রংপুর দিনাজপুর বোচাগঞ্জ নীলফামারী আগমন জানান দেয় শীতের প্রকট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

আশীষ বিশ্বাস, জলঢাকা নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশের উত্তর অঞ্চল রংপুর ও দিনাজপুর হিমালয়ের কাছের জেলা থাকায় শীতের আগমনের জানান দেয়। ভোর হতে না হতে ঘাসের ডকায় মূদু শিশির বিন্দু জমা হয়। রোদের ঝলক পড়লে ঝলঝল করে। মাঝে মাঝে বইছে হিম শীতল হাওয়া এতেই জানান দিচ্ছে শীতের আবির্ভাব। কৃষকেরা মাঠে যায় ফসল কাটতে কার্তিক মাস শুরু হলে ও কিন্তু শীতের পকোফ টা একটু আগে থেকেই জানান দিচ্ছে সন্ধ্যা হলেই পড়ছে কুয়াশা থাকছে ভোর পর্যন্ত। ভোরের মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতা ও ধানের ডগার মিষ্টির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজার করা নাড়ছে শীত। রাতভর পড়ছে টিটি বৃষ্টির মতো কুয়াশা শহরের পাশাপাশি গ্রামের পথঘাটেও শীতের আমেজ স্পষ্ট। সকালে হাটতে বের হওয়া মানুষদের অনেকেই চাদর জড়িয়ে বেড় হচ্ছেন। রাস্তার পাশে গাছের পাতার জমে থাকা শিশির বিন্দু এবং মাঠের ফসলের গায়ে শীতের পরশ শীতের আগামবার্তা পৌঁছে দিচ্ছে। অনেকেই বলছেন অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের আগমন বেশ আগেভাগেই শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যেই শীতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে মূদু শীতের আগাম আগমন হওয়ার ফলে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট জনিত রোগ যেমন সর্দি জ্বর নিউমোনিয়া, রোগে আক্রান্ত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি