1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমান জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

অদ্য ২৮মার্চ ২০২১আনুমানিক ০৪:৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মাওয়া কর্তৃক মাওয়া কবুতর খোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদী হতে বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২ হাজার ৬০০ কেজি(৭০মণ) জাটকাসহ একটি স্পীড বোট জব্দ করা হয় । পরবর্তীতে জব্দকৃত স্পীড বোট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং জাটকাগুলো স্থানীয় গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় । অপরদিকে স্টেশন কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল ইসলাম এর নেতৃত্বে নারায়ণগঞ্জ বন্দরের ০৫ নং মাছ ঘাটে আনুমানি ০৫:০০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে প্রায়৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা গুলো স্থানীয় ৩০টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। উক্ত অভিযান দুটিতে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভ‚Dক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি