1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

বার্সাকে এগিয়ে নিতে ‘সাহায্য দরকার’ মেসির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মৌসুমে বাজে শুরুর পর বার্সেলোনা যতটুকু ঘুরে দাঁড়িয়েছে, তার সবটুকু কৃতিত্ব লিওনেল মেসির। বলতে গেলে দলকে প্রায় একাই টানছেন তিনি। মাঠে অধিনায়কের সাহায্যে বাকিদের এগিয়ে আসার তাগিদ দিলেন কোচ রোনাল্ড কুমান।

লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় স্বাগতিক সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে দলের বাকি খেলোয়াড়দের প্রতি এই আহ্বান জানান কোচ।

চলতি লিগে সর্বোচ্চ ১৮ গোল ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকার। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল অঁতোয়ান গ্রিজমানের। কাম্প নউয়ে গত বুধবার এলচের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে প্রথম দুই গোল করেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

মেসির একার পক্ষে সবসময় এভাবে দলকে টানা সম্ভব নয় বলে মনে করেন কুমান।
“শুধু অভিজ্ঞদেরই সবকিছু করা সম্ভব না। মেসি ১৮টি গোল করেছে, যা অন্য ফরোয়ার্ডদের মিলিত গোল সংখ্যা।”

“তার(মেসির) সাহায্য দরকার। সবসময় দলের সেরা বা অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর নির্ভর করা ঠিক না। কেবল সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের নয়, দলের প্রত্যেকেরই দায়িত্ব নেওয়া দরকার।”

চারে থাকা সেভিয়ার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের তিনে বার্সেলোনা। সেভিয়া অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ম্যাচে বার্সেলোনা দলে চোট কাটিয়ে ফিরছেন তরুণ ডিফেন্ডার রোনালদ আরাহো।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি