1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

বিএনপি নয়, আ.লীগই বর্ণচোরা রাজনীতি করে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপি নয় আওয়ামী লীগই বর্ণচোরা রাজনীতি করে। তারা স্বাধীনতার পর থেকে মুখে বলে এক, আর কাজকর্মে করে আরেক। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্র ধ্বংস করে।’
বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা তাদের কারণেই। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা একটা ফ্যাসিস্ট রিজিন চালাচ্ছেন। জনগণের যে গণতান্ত্রিক অধিকার তা হরণ করে পুরোপুরি বর্ণচোরায় পরিণত হয়েছে।’
আলাপকালে চলমান ভাস্কর্য বিতর্কের মধ্যে বেগম খালেদা জিয়াসহ বিএনপির যে তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে সাংবাদিকদের সামনে সে বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর কাজই হচ্ছে বিরোধীদলের বিরুদ্ধে মামলা করা।’
এ পর্যন্ত নিজের বিরুদ্ধে করা ১৫টি মামলার উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতানেত্রীদের বিরুদ্ধে সবসময় মামলা মোকদ্দমায় রাখার পরিকল্পনার অংশ হিসাবে ঐ মামলা করা হয়েছে। যখন জনগণের সম্মুখীন হতে পারে না, অবাধ সুষ্টু নির্বাচন করতে ভয় পায় তখন মামলা দিয়েই ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। বিষয়টি অনেকটাই গ্রাম্য মোড়লের মতো, তার সারাক্ষণ কাজই হচ্ছে মামলা দিয়ে জনগণকে অস্থির করে রাখা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি