1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

রোহিঙ্গাদের বছরে চার থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

বুধবার ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, ২০২০ সাল থেকেই বাংলাদেশে ইউএনএইচসিআর, ইউনিসেফ, আইওএম, ডব্লিএফপি এবং আইএফআরসি মাধ্যমে এ সহযোগিতা দেওয়া হচ্ছে।
১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রদূত লি জাংকুন কক্সবাজার সফর করেন এবং সেখানে তিনি রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শণের পাশাপাশি দাতা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
শরণার্থী চ্যালেঞ্জগুলি সমাধানে সহযোগিতা কীভাবে উন্নত করা যায় তা নিয়েও আলোচনা করেন লি জাংকুন।
কক্সবাজার পরিদর্শনের আগে রাষ্ট্রদূত মহেশখালী দ্বীপ পরিদর্শন করেন এবং সেখানে আইওএম, কোরিয়া টেলিকম এবং কোইকার দ্বিপাক্ষিক প্রকল্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
গত বছরের ৬ জুলাই বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন লি জ্যাং জাংকুন। বাংলাদেশে আসার পরে এটাই তার প্রথম কক্সবাজার সফর।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি