1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি স্থানীয় প্রসাশনের নিরব ভূমিকা

ইসমাঈল হোসাইন শামীম
  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকি এক যুগ ১২ বছরেও আদায়ে নেওয়া হয়নি কোন পদক্ষেপ। গত ১৪ ফেব্রুয়ারি একাধিক পত্রিকায় নিউজ হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন নিরব ভুমিকায়।এক যুগ ধরে সরকারি কর ফাকি দিয়ে ভাওয়াল পরিবহন কিভাবে চলাচল করে? কি ব্যবস্থা নিয়েছেন?এ ব্যাপারে ট্রাফিক উপ-পুলিশ কমিশনার (ঢাকা উত্তরা বিভাগ) সাইফুল হকের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, এব্যপারে আমি কিছুই জানিনা। জেনে পরে আপনাকে জানাবো।
সরকারি কর ফাকি দিয়ে ভাওয়াল পরিবহন কিভাবে চলাচল করে? কি ব্যবস্থা নিয়েছেন? এব্যপারে যৌথমূলধন ও ফার্মসমূহের পরিদপ্তরের (RGSC) রেজিস্ট্রার এক্সামিনার মিষ্টার সেলিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালনা করেই সময় চলে যাচ্ছে যে কোম্পানি গুলো অনিয়মিত রয়েছে সেগুলো দেখার সময় নেই । পরবর্তী প্রশ্ন করলে যে এক যুগ ধরে সরকারি কর ফাকি দিয়ে যাচ্ছে অথচ আপনারা কি এক যুগের মধ্যেও নোটিশ করার সময় পাননি? জবাবে তিনি বলেন চেয়ারম্যান মহদয়ের সাথে আজকেই কথা বলে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

এব্যাপারে এন বি আরের (বি সি এস ইনফরমেশন) সাইয়েদ এ মোমেন বলেন আমি এখনই নিউজটি কাটিং করে চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রেরন করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি