1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

লালপুরে পদ্মারচরে ৩৫ হাজার গাছের চারা রোপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

জামিরুল ইসলাম , স্টাফ রিপোর্টার (নাটোর) : নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চলে সামাজিক বনায়নের মাধ্যমে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বন বিভাগের আয়োজনে একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও প্রকল্পের উপকারভোগীদের সভাপতি এএম রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার ওসি নাছিম আহমেদ, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এ,বি,এম আব্দুল্লাহ প্রমুখ।

এসময় মহরকয়ার সামাজিক বনায়নের ৩২ জন সদস্যের প্রত্যেকের হাতে ৩৯ হাজার ৩শ ৮৮ টাকার চেক তুলে দেন নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি