অক্ষয় কুমারের অভিনয়ের প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না স্ত্রী টুইঙ্কেল খান্না। আবার কখনও ট্রল করতেও পিছিয়ে থাকেন না। কিছু দিন আগেই পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করায় টুইঙ্কেলকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেই বিতর্ককে অবশ্য পাত্তা দেননি টুইঙ্কেল। তবে এ বার সমাজমাধ্যমে অক্ষয়ের নাচের ভঙ্গি নিয়ে ট্রল করলেন টুইঙ্কেল।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বলিউড তারকারা নেচেছেন। শাহরুখ-সালমান-আমিরের নাচ দেখেছে গোটা দেশ। একই মঞ্চে নেচেছেন অক্ষয়ও। রাত তিনটের সময় পাঞ্জাবি গানে মঞ্চ মাতিয়েছেন অক্ষয়। তবে সেই গানের সঙ্গে অক্ষয়ের নাচের ‘স্টেপ’ নিয়েই ব্যঙ্গ করেছেন টুইঙ্কেল।
সোশ্যাল সাইটে স্বামীর নাচের ভঙ্গি নিয়ে টুইঙ্কেলের মন্তব্য, খুব ভালো মাটি খনন হচ্ছে।
টুইঙ্কেলের এই মন্তব্যের পর থেকে ব্যঙ্গ-বিদ্রূপের ঢল নেমেছে। অনেকেই বিষয়টি নিয়ে রঙ্গ-রসিকতা করছেন। কারও মনে হয়েছে স্বামীকে নিয়ে এমন মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। আবার কেউ বলেছেন, পুরোটাই তো মজা করে হয়েছে। এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না জড়ানোই শ্রেয়।