শাহীন আলম বিশেষ প্রতিনিধিঃ
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন কুমিল্লা রিজিওনে কর্মরত হাইওয়ে পুলিশের এসপি মোঃ খাইরুল আলম।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানাগেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি হেডকোয়ার্টার, ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন মোঃ খাইরুল আলম। তিনি কুষ্টিয়া জেলায় অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেছেন এসপি খাইরুল আলম। কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনগণের দাবি একজন এসপি হয়েও তিনি যেভাবে অসাধারণ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন এটা অভাবনীয়, তিনি ২৪ ঘন্টা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকেছেন, কুষ্টিয়াবাসী আরো বলেন আমাদের জানামতে তার কাছে কখনো সুষ্ঠু বিচার চেয়ে না পেয়ে ফিরে এসেছে এমন মানুষ নেই বললেই চলে, কুষ্টিয়াবাসী মনে করেন এসপি খাইরুল আলমের দরজা সাধারণ জনগণের জন্য সব সময় উন্মুক্ত ছিল, এসপি খাইরুল আলমের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি হওয়ায় কুষ্টিয়াবাসী খুবই আনন্দিত, কুষ্টিয়া বাসির দাবি এসপি খায়রুল আলম তিনি একজন সৎ নিষ্ঠাবান তাই আমরা সকলে দোয়া করি সে যেন কোন একদিন বাংলাদেশ পুলিশ প্রধান হতে পারে,এসপি খায়রুল আলমকে যদি বাংলাদেশ পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয় তবে সে নিষ্ঠার সহিত দেশ পরিচালনা করবে বলে কুষ্টিয়াবাসী মনে করেন। গত ২২ আগস্ট হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার থেকে কুমিল্লা রিজিয়নে যোগদান করে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে সক্ষম হয়েছেন।।।