শেরপুর প্রতিনিধি : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কুলি আব্দুল করিমকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ হায়দার আলী। ঘটনাটি ঘটেছে জেলার শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে।
জানা গেছে, গত ১০ মার্চ “শেরপুরে কুলি আব্দুল করিমের মানবেতর জীবন” শিরোনাম একটি সংবাদ প্রকাশের জের ধরে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী ১৪ মার্চ সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে কুলি আব্দুল করিমের বাড়িতে যান। এসময় কুলি আব্দুল করিম ও তার স্ত্রী সন্তানের সাথে ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের সাথে তার সাংসারিক জীবনের সকল দু:খ দুর্দশার আলাপ আলোচনা শেষে আগামী ১০দিনের মধ্যেই খড়ের ঘরটি ভেঙে টিনসেটের দুই রুম বিশিষ্ট বারান্দাসহ একটি ঘর তৈরী করার সিন্ধান্ত নেওয়া হয়। ইউপি চেয়ারম্যানের এহেন সিদ্ধান্তের কথা শুনে আনন্দে কেঁদে ফেলেন কুলি আব্দুল করিম।
এছাড়াও ইউপি চেয়ারম্যান কুলির তিন ছেলের লেখাপড়ার দায়িত্ব নেন । তার এই মহতি উদ্যােগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
কুলি আব্দুল করিমের বাড়িতে সংক্ষিপ্ত এক বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, অনলাইন পত্রিকা কুলি আব্দুল করিমের মানবেতর জীবন যাপনের একটি সচিত্র সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। এই ইউনিয়নে এখনো খড়ের যে ঘর আছে, তা আমার জানা ছিলোনা।
সাংবাদিকদের সংবাদের সুত্রধরে কুলি আব্দুল করিমের মানবেতর জীবনযাপনের বিষয়টি নিশ্চিত হই।
আমার ইউনিয়নের এমন লোক আরও আছে কি না আমার মনে হয় না। এ সময় উপস্হিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ শিমুল আহাম্মেদ, ইমরান মিয়া,ইউনিয়ন যুবলীগ কর্মী সাদ্দাম হোসাইন, মানবাধিকার কর্মী রিয়াজুল করিম অপু, হৃদয় সিদ্দিকী প্রমূখ।