চলতি উয়েফা নেশন্স লিগে যেন জিততে ভুলে গিয়েছিল স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাদের স্কোরলাইন ছিল ২-২! তবে তৃতীয় ম্যাচে গিয়ে আর ভুল করেনি লুইস এনরিকের শিষ্যরা।
বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্পেন।
বৃহস্পতিবার রাতে দুই নম্বর গ্রুপের এই ম্যাচে স্পেন জয় তুলে নিয়েছে সারাবিয়ার একমাত্র গোলে।
ম্যাচের ১৩ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাসে বল পেয়ে মিডফিল্ডার সারাবিয়া দলকে উল্লাসে মাতিয়ে তোলেন। শেষ পর্যন্ত এই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এর আগে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ ও চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল স্পেন। তাই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। আর সুইজারল্যান্ড একটি ম্যাচেও জিততে পারেনি।