ঠাকুরগাঁও প্রতিনিধি : পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পূর্বে অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) পেলেন রুহিয়া ডিগ্রি কলেজের সেই আন্দোলনকারী ৩৬ শিক্ষার্থী। গত ২৯জুন সকাল থেকে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে কান্নায় ভেঙ্গে পরা সহ রাস্তায় আগুন লাগিয়ে আন্দোলনের মধ্যে প্রতিবাদ গড়ে তুলেন। এ সময় ঠাকুরগাঁও সদর নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ও রুহিয়া থানা পুলিশ ঘটনার পরিস্থিতি শান্ত করে। রোববার (৩০ জুন) জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ২য় বর্ষ ১৫ জন আজ সকাল সাড়ে ৮ টায় অ্যাডমিট কার্ড পান। বাকি ১০ জনের পরীক্ষা বিকেলে হওয়ায় তাদের অ্যাডমিট কার্ড দুপুর দেড়টায় দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ও কলেজ ম্যানেজিং কমিটি মাধ্যমে অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা পরীক্ষা দিতে পারব কি না এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। পরীক্ষার আগে হলেও অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত। রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, আমরা গতকাল শনিবার রাতেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি। আজকে সকাল ৮টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের হাতে দিয়েছি। তারমধ্যে জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ১৫ জন আজ রোববার সকাল সাড়ে ৮ টায় অ্যাডমিট কার্ড পান। বাকি ১০ জনের পরীক্ষা দুপুরে হওয়ায় তাদের পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড পৌছে দেওয়া হয়েছে।