এবার দেখা যাক, কোন কোন এলাকা থেকে বেশি ভ্যাট এসেছে। সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছেন দেশের বড় করদাতারা। ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে বিদায়ী অর্থবছরে পুরো ভ্যাটের অর্ধেকের বেশি আদায় করেছে। এর মানে, এলটিইউতে তালিকাভুক্ত ১১০টি কোম্পানিই এই ভ্যাট দিয়েছে। কোম্পানিগুলো সব মিলিয়ে ৪৮ হাজার ৮৬৭ কোটি টাকা দিয়েছে। বড় কোম্পানির তালিকায় যেসব প্রতিষ্ঠান আছে, এর মধ্যে অন্যতম হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো; মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক; সিমেন্ট খাতের শাহ সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট; ওষুধ খাতের স্কয়ার, বেক্সিমকো, ইনসেপটা; ব্যাংক খাতের ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আরএকে সিরামিকস ইত্যাদি।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবির বলেন, করোনার মধ্যেও ব্যবসা-বাণিজ্য সচল থাকায় ভালো ভ্যাট পাওয়া গেছে। এ ছাড়া ভ্যাট কর্মকর্তারাও লক্ষ্য অর্জনে সচেষ্ট ছিলেন।