এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়ার বৈরিতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সবমিলিয়ে আউশে আশা পূরণ হয়েছে কৃষকের।
রোববার (২৮ আগস্ট) সকালে নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠপরিদর্শন শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, আউশধান উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। পহেলা সেপ্টেমবর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হতে যাচ্ছে। এর পাশাপাশি আউশ ধানের চাল বাজারে নামলে চালের দাম অবশ্যই কমে আসবে বলে দৃঢ বিশ্বাস করেন তিনি।
মন্ত্রী ব্যবসায়ীদের হুশিয়ারী দিয়ে বলেন, চালের যথেষ্ট মজুদ আছে। অযথাই ভোক্তাদেরকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করার চেষ্টা করবেন না। এ সময় মানুষকে স্বস্তিতে রাখার জন্য ব্যবসায়ীদের উদ্দেশে বার্তা দেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এর সঙ্গে সঙ্গে ধানের ভালো দাম পাবার আশ্বাও দেন তিনি।