পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলে পাহাড়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। সরকার উন্নয়ন করলে হবে না, অবকাঠামো গড়ে তোলার চেয়ে রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান শহরে পর্যটকবান্ধব ও নবনির্মিত আধুনিক রাঙামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু নেতা হলেই চলবেনা, সুশিক্ষায় শিক্ষিত মানবিক নেতা হতে হবে এবং জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এর আগে বান্দরবান শহরের রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক ও পর্যটকবান্ধব বাস টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। পরে ৪০ লাখ টাকা ব্যয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, আব্দুল কুদ্দুছ, সুগন্ধা মালিক পরিবহনের নেতা জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।