ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলার অভিমুখে আখাউড়ায় চলছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের লংমার্চ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এই কর্মসূচি।
লংমার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হবে সমাপনী সমাবেশ।
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না।
এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সংগঠন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মনে করেন, বিএনপি’র রাজপথে সক্রিয় ও শক্তিশালী যে কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠন আছে তার-মধ্যে এই ৩টি সংগঠন দলের ভ্যানগার্ড হিসেবে পরিচিত। তাদের সমন্বয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনের অভিভাবক হিসেবে কর্মসূচি দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল-তারা ২০২২-২৩ সারাদেশে তারুণ্য সমাবেশ রোড মার্চ করেছে, এখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ জাতীয় এই ইস্যুতে দেশের স্বার্থে প্রধান রাজনৈতিক দল বিএনপি’র জন্য এরকম কর্মসূচি অবশ্যই দরকার এবং অনিবার্য।