1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: আল্লামা মামুনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে তার যেকোন যড়যন্ত্র রুখে দিতে হবে। তাকে দেশে ফিরে এনে বিচার করতে হবে। তিনি বলেন, হাসিনা রাজনীতি করতে তার পিতার হত্যার বিচার করেছে। বিচারের নামে নিরীহ জনগনকে ফাঁসানো হয়েছে। হাসিনা দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে। সে টাকা ফিরিয়ে আনতে হবে। হাসিনার মতো আওয়ামী লীগের নেতাদেরও বিচার করতে হবে। মাওলানা মামুনুল আরো বলেন, হিন্দুরা নিজেরা মন্দির ভেঙ্গে আমাদের উপর দোষ চাপিয়ে ফায়দা লুটতে চায়। কিন্তু সে সুযোগ দেয়া হবে না। সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে। নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

শনিবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার দাবীতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফজলুর রহমান, মুফতি শফি কাসেমী, মুফতি মনোয়ার হোসেন, মুফতি মামুন রহমানী, মুফতি সালাহুদ্দিন মাসউদ, হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি