1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

আগামী এক মাস দেশে মুক্তি পাবে না হিন্দি সিনেমা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতে মুক্তি পেয়েছে হৃতিক, দীপিকা অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ফাইটার’। একইদিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা শোনা গিয়েছিল। এমনকি আমদানির মাধ্যমে দেশে মুক্তির অনুমতিও পায় সিনেমাটি।
কিন্তু শেষ সময়ে এসে ‘ফাইটার’-এর অপেক্ষায় থাকা বাংলাদেশি দর্শকদের পেতে হলো দুঃসংবাদ। শুধু আজ নয়, আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না হিন্দি সিনেমা ‘ফাইটার’।

খোঁজ নিয়ে জানা গেছে, আর ছয়দিন পরেই ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
বাংলাদেশে ফাইটার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশান কাট’ এর কর্ণধার অনন্য মামুন বরাবর সম্মিলিত চলচ্চিত্র পরিষদের একটি চিঠিও হাতে এসেছে।
পরিষদের সদস্য সচিব শাহ আলম কিরনের স্বাক্ষরে ওই চিঠিতে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি সিনেমা ‘ফাইটার’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে একটি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেয়ার বিশেষ অনুরোধ করছি।
ভাষার মাসে হিন্দি সিনেমা মুক্তি না দিতে এসময় অনন্য মামুনের সহযোগিতাও চাওয়া হয় ওই চিঠিতে। জানা গেছে, ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য ঢাকায় সিনেমা মুক্তি দিবে না।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন সিনেমা ‘ফাইটার’। বৃহস্পতিবার ভারতে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলছে সিনেমাটি। এরই মধ্যে সাধারণ দর্শক থেকে সমালোচক, সকলেই সিনেমার প্রশংসা করছেন। হৃতিক-দীপিকা ছাড়াও এতে আরও অভিনয় করছেন অনীল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে। ‘ফাইটার’ সিনেমাতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি