জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা চূড়ান্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় এ তালিকা প্রকাশ করা হবে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুয়েটে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১ হাজার ৯৭৫ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৪টায় দ্বিতীয় ধাপের মেধাতালিকা, বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা প্রকাশ করা হবে। স্নাতক ভর্তির ফলাফল এসএমএস (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) জানা যাবে। রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে এ তালিকা পাওয়া যাবে।