বিশ্বব্যাংকের আমন্ত্রণে আজ পয়লা মে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিবেন। গতকাল সন্ধ্যায় ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।
আজ সকালে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় ৫০ বছরে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের কাজের আদ্যোপান্ত নিয়ে প্রেজেনটেশন উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রীর দারিদ্রবিমোচন ও আশ্রায়ন প্রকল্প, কৃষিক্ষেত্র ইত্যাদিসহ নানান সফলতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন । তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংক ইতিমধ্যে বাংলাদেশের জন্য বড় একটি অনুদানও অনুমোদন করেছে।