সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্য গতকাল রবিবার দুই ডাকাত দায় স্বীকার করে আদাতলতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন। দায় স্বীকার করা ডাকাত দুইজন হলো উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর মোনন্ত বাড়ির এলকার মনির আহাম্মদ প্রকাশ বাবুলের পুএ মো নাহিদ (২১) একই এলাকার আব্দুল হান্নান প্রকাশ বকুলের পুত্র মো.
সোহেল (২০)। ডাকাতদলের সদস্যরা হলেন, মো. জাহাঙ্গীর আলম প্রকাশ রনি (৩৫), ডাকাতির ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দেওয়া দুই ডাকাত। হাসান প্রকাশ শাওন (২৪) সাইফুল ইসলাম প্রকাশ সাইদুল (২৫), মো. রমজান
আলী(২৩) ইমরান হোসেন টিপন (২৫) ও মো. রাজিব (২১)। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দীন (পিপিএম) জানান, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে বারৈয়াঢালা ইউপির উত্তর ফেদাইনগর সাকিনের ফরাজী বাড়ির মোহাম্মদ হাসান ফেরদৌসের বসত ঘর ও জয়নাল আবেদীনের বসত ঘরে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতদল বিভিন্ন মোবাইল ফোনসহ আনুমানিক ১লাখ ৮৪ হাজার টাকার মালামাল নিয়া যায়। এব্যাপারে সীতাকুণ্ড থানায় হাসান ফেরদৌস বাদি হতে মামলা দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব চন্দ্র পোদ্দার মামলাটির সুষ্ঠু তদন্ত করেন। জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিপিএম’র দিক-নির্দেশনায় সীতাকুণ্ড সার্কেল এবিএম নায়হানুল বারীর নেতৃত্বে ঘটনায় জড়িত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়।