1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

আত্নরক্ষায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ।

মুস্তাকিম নিবিড়
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

গুলিস্তান শপিং কমপ্লেক্সের ১০ তলার পজিশন এর ক্রয় সূত্রে মালিক মোহাম্মদ মান্নান। তিনি অভিযোগ করেছেন বিভিন্ন সময় হামলা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে হেনস্থা শিকার হয়েছেন। নিজের জানমাল রক্ষার্থে প্রতিকার চেয়ে মান্নান প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার ও  মতিঝিল জোনের কমিশনারের কাছে গত ২১/৮/২০২৩ইং লিখিত অভিযোগ দেয়। অভিযোগে জানা গেছে গত ২০০৮ সালের এপ্রিল থেকে তিনি ২ নম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে শপিং কমপ্লেক্সের দোকান ভোগ দখল করে আসছেন। আর ২০১২ সালের ১৫ই নভেম্বর পজিশন ভাড়া বুঝিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ ট্রাস্ট উক্ত চুক্তিপত্র ভঙ্গ করেনি। গত ২৬ মে রাতের আঁধারে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার নামক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এসএম আলাউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী মান্নানের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কয়েক কোটি টাকার মালামাল ও জরুরী কাগজপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। যা পিবিআই তদন্ত করেছে। পিবিআই তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। অপরদিকে উচ্চ আদালত পিটিশনের আদেশে উল্লেখিত অফিস ও দোকান আগামী তিন মাস যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে এবং তিন মাস শেষে পুনরায় আরো ছয় মাসের সময় দেন আদালত। তাছাড়াও এই অভিযোগে সিভিল আদালতে ক্ষতিপূরণ মামলা করা হয় (মামলা নম্বর ৩২২) আর আদালত উক্ত অভিযোগের আলোকে কাগজপত্র দেখে ৩২৩ নাম্বার কারণ দর্শানোর নোটিশ জারি করেন। মো. মান্নান দৈনিক জাতীয় অর্থনীতিকে জানায় কারণ দর্শানোর নোটিশ অফিসের সামনে টাঙাতে গেলে দুইজন সন্ত্রাসী তাকে বাধা দেয়, পরে তারা আলাউদ্দিনের লোক বলে পরিচয় দেন। তারা নোটিশ লাগানোর জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। গত ২০ আগস্ট দোকানের মালিক তার অফিসে গিয়ে দেখেন তার নোটিশটি ছিড়ে ফেলে দেওয়া হয়েছে। অতঃপর সপ্তম তলায় সমিতি অফিসে যাওয়ার পথে  অপু এবং সাজ্জাদ নামক দুইজন ব্যক্তি মোহাম্মদ মান্নানকে সেখান থেকে চলে যেতে বলেন। মান্নান দৈনিক জাতীয় অর্থনীতিকে বলেন তিনি নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়ে চলছেন প্রতিনিয়ত। রাষ্ট্র ও প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত না করলে সে প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি