জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরপরই কাউন্টি ক্রিকেটে দুই বছরের চুক্তি করলেন শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমল। শ্রীলঙ্কার সাবেক হেড কোচ মিকি আর্থুরের কাউন্টি দল ডার্বিশায়ারের হয়ে দুই বছর খেলবেন ৩৪ বছর বয়সী এ পেসার।
আসন্ন ভারত সফরের পর আর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন লাকমল। বুধবার ক্রিকেট বোর্ডে দেওয়া এক চিঠিতে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পরদিনই এলো কাউন্টিতে ডার্বিশায়ার দলে নাম লেখানোর খবর।
ডার্বিশায়ারে তাকে স্বাগত জানিয়েছে মিকি আর্থুর বলেছেন, ‘শ্রীলঙ্কার সবসময়ের সেরাদের অন্যতম লাকমল। আগামী দুই মৌসুমের জন্য তাকে ডার্বিশায়ারে পাওয়া দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ডার্বিশায়ারে নাম লিখিয়ে লাকমল নিজের রোমাঞ্চটাও বুঝিয়েছে।’
প্রায় এক যুগের ক্যারিয়ারে সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে নিজের সেরা সময় কাটিয়েছেন লাকমল। যেখানে ৬৮ ম্যাচে শিকার করেছেন ১৬৮ উইকেট। এর মধ্যে ১৩০টি উইকেটই দেশের বাইরের মাঠে খেলে নিয়েছেন তিনি। এছাড়া ৮৬ ওয়ানডেতে ১০৯ ও ১১ টি-টোয়েন্টিতে ৮ উইকেট রয়েছে লাকমলের ঝুলিতে।