কয়রা উপজেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কয়রা উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার বার (২২ অক্টোবর) আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যানের স্বাক্ষরিত অনুমোদনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিককে সভাপতি ও শিক্ষক সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ও সহ সভাপতি আবু ওবায়দা, মেহেদী হাসান রাসেল, এ্যাড. জিএম আল আমিন অয়েছকুরুনি রুম্মান, মোঃ সেলিমুজ্জামান, তারিকুল ইসলাম তুহিন, মোঃ হাবিবুল্লাহ বাহার, জিএম রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মামুন, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম তানভীর আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম রাশেদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ সবুজ সরদার, দপ্তর সম্পাদক মোঃ সাইফুজ্জামান সুমন, সহ-দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম, মোঃ ইউনুস আলী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক আকিবুর রহমান, ধর্ম সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র সরকার, গনসচেতনতা সম্পাদক মোঃ আল আমিন, আপ্যায়ন সম্পাদক আমির আলী, যুব সম্পাদক মাহবুবর রহমান, মহিলা সম্পাদক হুমায়রা ইয়াসমিন, স্বাস্থ্য সম্পাদক মোসলেম উদ্দিন, মানবাধিকার সম্পাদক ফয়সাল হোসেন, শিক্ষা সম্পাদক জাফারুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আলমগীর হোসেন, শিশু কল্যান সম্পাদক প্রিয়তোশ মন্ডল, নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্পাদক ইমরান হোসেন, মাদক নিরাময় ও পুনর্বাসন সম্পাদক রবিউল ইসলাম, কৃষি সম্পাদক নাজমুস সাকিব, সদস্য আবু রায়হান, মেহরাব হোসেন, মোঃ হাবিবুল্লাহ, অলোক কুমার মন্ডল, অশোক মন্ডল, জেসমিন, সুকৃতি, আছাদুল প্রমূখ।