মো মহসিন উপজলা প্রতিনিধি, বেগমগঞ্জ, নোয়াখালী: আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেন নোয়াখালী সদর-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
৩ জুলাই বুধবার বিকেলে নোয়াখালীর শহীদ মিনারের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা বিএনপির ও পৌর বিএনপি সম্পাদক ভিপি জসিম ও শাহ জাফরের পরিচালনায় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড আবদুর রহমান, পৌরসভা সভাপতি আবু নাসের, মাহবুবু আলমগীর আলো, সলিম উল্যাহ বাহার হিরন, বেগমগঞ্জ উপজেলা সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌরসভা সভাপতি জহির উদ্দিন হারুন, মো. মহসিন, সোনাইমুড়ী উপজেলা সভাপতি আনোয়ার হক কামাল, পৌরসভা সভাপতি ও সাবেক পৌর মেয়র মোতাহের হোসেন মানিক।
এছাড়াও বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি নুরুল আলম শিকদার, চাটখিল সভাপতি সম্পাদক, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নুরুল আমিন খান, ভিপি আলা উদ্দিন, এড সেলিম শাহী, সেচ্ছাসেবী দলের সভাপতি সাবের আহম্মদ, মিজানুর রহমান, কৃষক দলের সদস্য সচিব জিএস হারুন, যুগ্ম-আহবায়ক এড মিরাজ উদ্দিন জুয়েল, ছাত্রদলে সভাপতি আজগর উদ্দিন, ছাত্র সম্পাদক নোমানসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে প্রমুখ।