তামিম ইকবালকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও ইয়াসির আলী। আর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মাদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, শামীম এবং নুরুল হাসান সোহান।
ওপেনিংয়ে অটো চয়েজ তামিম-লিটন। ব্যাকআপ হিসেবে আছেন শান্ত। তিনে সাকিব আল হাসান। মিডল অর্ডারে রিয়াদ-মুশফিকের সাথে আছেন আফিফ আর ইয়াসির আলি রাব্বি। অলরাউন্ডার কোটায় একমাত্র নাম মেহেদি মিরাজ। সাকিবের সাথে আরেকজন লেফট আর্ম স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। বাংলাদেশ দলে পেসার রয়েছে চারজন। নিয়মিত মুখ মুস্তাফিজ, তাসকিন আর শরিফুল। দলে নতুন করে ঢুকেছেন এবাদত হোসেন। ১৫ সদস্যের দলে আরেকজন মাহমুদুল হাসান জয়।
সীমিত ওভারের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশ এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। ওয়ানডেগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। এরপর ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ ২টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। এ ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়।
একনজরে বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি ও মাহমুদুল হাসান জয়।