দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে স্থানীয় সোমবার রাতে মার্কিন সেনাবাহিনীর শেষ উদ্ধারকারী বিমান কাবুলের মাটি ছেড়ে আকাশে উড়ে যায়।
গত কয়েকদিনে ১ লাখ ২৩ হাজার জনকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি।
শেষ মার্কিন বিমানটি কাবুলের মাটি ছাড়তেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এয়ারলিফ্ট উল্লেখ করে মার্কিন সেনাদের ভূয়সী প্রশংসা করেন।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার ইতিহাসে এত বাজে সেনা প্রত্যাহারের নজির নেই।
তিনি বলেন, “ইতিহাসে কখনওই বাইডেন প্রশাসনের আফগানিস্তান থেকে প্রত্যাহারের মতো এত খারাপ বা অযোগ্যভাবে যুদ্ধ থেকে প্রত্যাহারের ঘটনা ঘটেনি।”