আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।
বুধবার (২২ জুন) একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচার, ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোতে মানুষকে পড়ে থাকতে দেখা যাচ্ছে।একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বিবিসিকে বলেন, মৃতের সংখ্যা আড়াই শতাধিক এবং আরও দেড় শতাধিক আহত হয়েছে।
ভূমিকম্পটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরকারের মুখপাত্র বিলাল করিমি টুইট করে জানান, দুর্ভাগ্যবশত, গতরাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে আমাদের শতাধিক দেশবাসী নিহত ও আহত হয়েছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
তিনি বলেন, আমরা আরও বিপর্যয় এড়াতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় টিম পাঠানোর জন্য সব সাহায্য সংস্থাকে অনুরোধ করছি।
পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।
এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতান। এ ছাড়া ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াট, বুনার, কোহাত এবং মালাকান্দেও ওই কম্পন অনুভূত হয়েছিল।