আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের ৩১ অগাস্টের মধ্যে সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কি না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।
নতুন তালেবান শাসকদের কবল থেকে পালাতে মরিয়া হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক কাবুল বিমানবন্দরে জড়ো হয়ে আছেন আর দিন দিন সেখানকার পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ছে।
বাইডেন রোববার সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনও অনেক ভুল হতে পারে। লোকজনকে সরিয়ে আনার কাজ তদারকি করতে কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনা ৩১ অগাস্টের সময়সীমার পরও অবস্থান করতে পারে বলে এ সময় মন্তব্য করেছিলেন তিনি।
সোমবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পেন্টগনকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়ার জন্য ওই সময়সীমা বাড়ানো হবে কি না ২৪ ঘণ্টার মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বাইডেন।