আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর হয়ে কাজ করা মানুষদের গ্রহণ করবে না তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে এ ধরনের অনুরোধ করা হয়েছে। তবে তাতে সাড়া দেবে না তুরস্ক।
তুর্কি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল আফগানিস্তানে ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মীদের গ্রহণের অনুরোধ জানান।
তুরস্কের বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিজেদের হয়ে কাজ করা সামান্য সংখ্যক মানুষকে গ্রহণ করছে। আর অন্যদের অন্য দেশগুলোতে পাঠানোর চেষ্টায় রয়েছে। তবে তুরস্ক এই অনুরোধে সাড়া দেবে না বলে জানানো হয়।