আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এবারের তালিকায় আছেন মোহাম্মদ সালাহ, আচরাফ হাকিমি ও ভিক্টর ওশিমেন। গত বছরের পারফরমেন্স বিবেচনায় এই তালিকা অনেকটাই অনুমেয় ছিল।
তাদের মধ্যে লিভারপুলের মিশরীয় তারকা স্ট্রাইকার সালাহ এর আগে ২০১৭ ও ২০১৮ সালে টানা দুই বছর আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জয় করেছেন। পিএসজির ডিফেন্ডার হাকিমি বিশ^কাপে প্রথমবারের মত মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে নাইজেরিয়ান স্ট্রাইকার ওশিমেন গত মৌসুমে নাপোলির হয়ে ২৬ গোল করেছেন। তার অনবদ্য নৈপুন্যে ৩৩ বছর পর নাপোলি সিরি-এ লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।
গত বছর সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। তার পরের অবস্থানে ছিলেন সালাহ। বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয়া মানে এবারে তালিকায় জায়গা পাননি।
নারীদের বিভাগে এগিয়ে রয়েছেন রেকর্ড পাঁচ বারের বিজয়ী নাইজেরিয়ার আসিসাট ওশোয়ালা। সংক্ষিপ্ত তালিকায় তার সাথে আরো আছেন দক্ষিণ আফ্রিকার থেম্বি কাগাতলানা ও জাম্বিয়ার বারব্রা বান্ডা।
আগামী ১১ ডিসেম্বর মরোক্কান শহর মারাকেতে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।