মার্কিন বাহিনী ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে। এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে।
রোববার তারা দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, আমেরিকান বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্যে হুতিদের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে। প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা পরে জাহাজ প্রতিরক্ষায় আরও চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং এসব ক্ষেপণাস্ত্র আমেরিকান নৌজাহাজ ও এ এলাকায় অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্যে হুমকি মনে করায় এসব ধ্বংসে পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে।
লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার বিরুদ্ধে তৃতীয় পর্যায়ে এ হামলা চালায়।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালিয়ে আসছে।
এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।