1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

“আবারও ঘোষণা আসলো বিহত্তর ফ্যামিলি পিকনিকের”

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

গতকাল ৩০ মে-২০২৪ইং,গতকাল নিউ হাফেজ রোডের বড় বাড়িতে তাওয়াঅট্টি ব্যবসায়ী সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে সমিতি আয়োজিত ফ্যামিলি পিকনিকর ব্যাপারে আলোচনা করা হয় এবং প্রতি রমজান মাসে সমিতির প্রত্যেক সদস্যকে প্রায় ২৫,০০০/= টাকা করে ঈদ বোনাস দেওয়া হবে বলে ঘোষণা প্রদান করা হয়।
সমিতির সভাপতি হাজী মোঃ আকতার জেলানী খোকন জানান, এবাবের ফ্যামিলি পিকনিকটিও হবে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। যাতায়েতের জন্য যানবাহন হিসেবে থাকবে প্রায় ৩০টির উপরে বি,আর,টি,সি,র দোতলা বাস এবং প্রায় ৩ হাজার লোকের আয়োজন করা হবে। প্রতি টিকিটে ৪ জন্য করে যাতে পাবে এবং সদস্যদের সদস্য টিকিট সম্পূর্ণ ফ্রি। পিকনিকে রেফেল ড্র’তে পুরুস্কার হিসেবে থাকবে, ১০টি স্বর্ণের চেইন, ২০টি এসি, ২০টি ডিপফ্রিজ, ২০টি এলইডি টিভি, ২০টি ওভেন, ইলেকট্রিক চুলা, ইলেকট্রিক কেটলি, ফ্লাক্স, থ্রি-পিছ, বেড সিট্ সহ প্রায় অসংখ্য আকর্ষনীয় মহামূল্যবান পুরুস্কার। এছাড়া প্রতি সদস্য টিকিটে প্রায় ৫ হাজার টাকা মূল্যের কমন পুরুস্কার তো থাকছেই। হাজী মোঃ আকতার জেলানী খোকনের সভাপতিত্বে গতকালকের মাসিক সাধারণ সভা’য় সমিতির পরিচালনা পরিষদের, আরও উপস্থিত ছিলেন, হাজী অবদুল মোতালেব, হাজী মোঃ কামাল হোসেন, হাজী আলী আহম্মেদ খান, আব্দুর রাজ্জাক মোল্লা, মোঃ জাকির হোসেন (ভাইগ্না), আব্দুর রশিদ ব্যাপারী, মোঃ আরিফুর রহমান চঞ্চল, হাজী মোঃ আসাদ হোসেন, মোঃ আব্দুল বাতেন খান, মোঃ বাবার সিকদার, মোঃ নাসির উদ্দিন মাহমুদ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে প্রায় ১০৯ জন সদস্যকে পুরুস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি