আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। বৃহস্পতিবার জোড়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া।
এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করে আমেরিকা।
সভায় উত্তর কোরিয়াকে শক্তিশালী নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর জন্য রাশিয়া ও চীনকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।