গেল বছর মুক্তি পেয়েছে `ওয়ান্ডার ওম্যান : ১৯৮৪`। মুক্তির পর দর্শক মহলে প্রশংসায় ভেসেছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত নায়িকা গ্যাল গ্যাডট। দুই সন্তানের জননী এই নায়িকার পরিবারে আগন ঘটতে চলেছে তৃতীয় সন্তানের। এমন খবর নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে।
ছবিতে দেখা যাচ্ছে, নিজের দুই মেয়ে আলমা ও মায়া এবং স্বামী জ্যারোন ভার্সানোর সঙ্গে রয়েছেন গ্যাল। চারজনের মুখেই লেগে আছে হাসি। গ্যালের পেট আলগোছে ছুঁয়ে রয়েছেন তার স্বামী।
২০০৮ সালে ইসরায়েলের রিয়েল স্টেট ডেভেলপার ইয়ারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। তাঁদের প্রথম কন্যাসন্তান হয় ২০১১ সালে এবং দ্বিতীয় কন্যাসন্তান হয় ২০১৭ সালে।