1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো -র‌্যাবের মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবারের পহেলা বৈশাখে আকাশ পথেও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো।

আকাশ পথে হেলিকপ্টারযোগে সম্ভাব্য সব স্থানে নজরদারি অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদা প্রস্তুত। মোটরসাইকেল টহল থাকবে, র‌্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে, সেই সাথে থাকবে স্ট্রাকিং রিজার্ভ ফোর্স। এছাড়া র‌্যাবের সাইবার মনিটরিং টিম সাইবারে নজরদারি করবে।

র‌্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। কন্ট্রোল রুমের মাধ্যমে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। র‌্যাবের ইউনিফর্ম ও সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে।   প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি