দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠক করেছেন।
আজ শনিবার সকালের উঠান বৈঠকে সাকিব আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।
সাকিব বলেন, ‘আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার চাওয়া। কারণ, আমি শুনেছি এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মত এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সে জন্য আপনাদের কাছে আমার দাবি আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।’
প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, মাগুরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এস্কেন্দার আজম বাবলু, সাবেক প্রসিকিউটর শফিকুল ইসলাম মোহন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী।