দু-মুঠো ভাতের জন্য রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হতো। কেউ ভিক্ষা দিতো, কেউবা তাড়িয়ে দিতো। কিছু করার মতো কোন সহায়-সম্বল ছিল না। তাই নিরূপায় হয়ে ভিক্ষা করতাম। তবে এহন আমাগো আর ভিক্ষা করতে অইবো না। শেখ হাসিনা সরকার আপা আমাগোরে অটো রিক্সা দিছে, এখন থেকে রিক্সা চালাইয়া খামু আমরা নৌকা করি, নৌকায় ভোট দেই। নৌকায় ভোট দিছিলাম বলেই রিক্সাটা পাইলাম। শেখ হাসিনা আপার জন্য দোয়া করি। উনাকে আল্লাহ যেন উনারে জানে-মানে ভালা রাখে।
এমনই অনুভূতির কথাগুলো ব্যক্ত করছিলেন সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় অটো রিক্সা সামগ্রীপ্রাপ্ত উপকার ভোগী বয়সী বোররচর ইউনিয়নের বাগের কান্দা গুচ্ছ গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন, এর আগে তাকে আশ্রয়ন প্রকল্পে ২শতক জমি সহ পাকা ঘর দিয়েছে উপজেলা প্রশাসন। ২ছেলে ৪মেয়ে ও স্ত্রীসহ তার সংসারে ৮জন সদস্য রয়েছে। উপকারভোগী অটোরিকশা প্রাপ্ত পরানগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আবু বকর ছিদ্দিক সেও রিকশা পেয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তার দুই ছেলে,১ছেলে পাগল। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান সোমবার সকালে তার কার্যালয়ের সামনে তাদের হাতে রিক্সার চাবি হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী,
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আঃ কাইয়ুম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিঃ দাঃ) ফাতেমা ইসলাম,পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।