কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদিকে একদিন (১৫ জুলাই) আগেই ঢাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। এ ঘটনায় আন্দোলনকারী বহু শিক্ষার্থী আহত হন। নৃশংস এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।
এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার এবং ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাওহীদ হৃদয়। ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা প্রকাশ করেন এই ক্রিকেটার। বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি। এলপিএলে তিনি ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন। সেখান থেকে ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’