রাজশাহীর তানোরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রশিক্ষণ প্লেন আলুক্ষেতে আছড়ে পড়েছে। তবে এ ঘটনায় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী অক্ষত রয়েছেন।
প্রশিক্ষণ প্লেনটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির বলে প্রাথমিকভাবে জানা যায়।
জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বলেন, এ ঘটনার খবর মাত্র পেয়েছি। তাই এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।
এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রশিক্ষণ প্লেন। বিকেল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি।