ইসরায়েলি বাধা উপেক্ষা করে জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল-আকসায় এক লাখ ৪০ হাজার মুসল্লি একসঙ্গে তারাবিহর নামাজ আদায় করেছেন।
জেরুজালেম ইসলামিক ফাউন্ডেশন বিভাগ এ তথ্য দিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।
আল-আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও জানিয়েছে দেশটি।
আল-আকসা মসজিদে হামলার ঘটনায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। একই সঙ্গে ইসরায়েলের নিন্দা জানিয়েছে আরব লিগ ও ওআইসিও।
খবর ইয়েনি সাফাক