কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : আজ বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লক মাখজানুল উলুম মাদ্রাসায় ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আল কুরআন একাডেমী লন্ডনের পক্ষ থেকে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমী লন্ডনের চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী।
এ সময় প্রধান অতিথি বলেন, একজন মুসলিম হিসেবে পবিত্র কুরআন মাজীদের উপর আমাদের কিছু দায়িত্ব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কুরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করা, অর্থসহকারে কুরআন পড়া, কুরআনের কিছু অংশ মুখস্থ করা এবং কুরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দারুস সালাম জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মোহাম্মদ ফয়সাল, লিও আরাফাত এলাহী, সমাজ সেবক ও ব্যবসায়ী আরিফুর রহমান, ইকবাল হোসাইন, মোহাম্মদ ইমরান প্রমুখ।