যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস গত ১২ মাসে গোটা বিশ্বজুড়ে সকল অ্যাথলেটদের আয়ের হিসাব করেছে। তাদের হিসাবে গেল এক বছর ধরে সবচেয়ে বেশি উপার্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কেবল রোনালদোই শীর্ষে নয়, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের তালিকায় সকল অ্যাথলেটদের মধ্যে শীর্ষ দিনে রোনালদোর পর দুইয়ে আছেন লিওনেল মেসি ও তিনে কিলিয়ান এমবাপে।
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ফোর্বস। মাঠ ও মাঠের বাইরের আয় মিলিয়ে এই হিসাব করেছে সাময়িকীটি। এতে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় নিয়ে রোনালদো এখন চূড়ায়। ফোর্বসের মতে, ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় এটিই। সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় দুই ও তিন নম্বর অবস্থানেও দুজন ফুটবলার। এই দুটি অবস্থান পিএসজির দুই তারকা লিওনেল মেসি (১৩ কোটি ডলার) ও কিলিয়ান এমবাপ্পের (১২ কোটি ডলার)। চার নম্বরে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস।