জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদে পরবর্তী নির্বাচনে বাংলাদেশের পক্ষে ভোট দেবে শ্রীলংকা। সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে সাক্ষাৎ শেষে ড. মোমেন সাংবাদিকদের বলেন, তিনি (রাজাপাকসে) বলেছেন, ‘ইউএনএইচআরসি নির্বাচনে তারা অবশ্যই আমাদের পক্ষে ভোট দেবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৯-২১ মেয়াদে ইউএনএইচআরসির সদস্য এবং ঢাকা আগামী ৩ বছরের মেয়াদে আবারও সদস্যপদ নির্বাচনে অংশ নিতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটকে একটি গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন, তার দেশ সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে।