রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য এ যাবতকালের সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের স্বাধীনতা দিবস ও রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ ছয় মাস পূর্ণ হওয়ার দিন বুধবার আমেরিকা এই সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তারা আভাস দিয়েছেন, প্রায় তিনশ’ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা ইউক্রেনকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষায় সহায়তা করবে।
এই অর্থ দিয়ে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ এবং অস্ত্র কিনতে ব্যবহার করা হবে। তবে সেসব অস্ত্র হয়তো আগামী এক অথবা দুই বছরের মধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে না।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় এক হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স,