দুই সপ্তাহ আগে ইউক্রেনে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা পাঠানোর প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবে সে অর্থের পরিমাণ আরও ৭০০ কোটি ডলার বেড়েছে।
রাশিয়ার সঙ্গে ফেব্রুয়ারি থেকে যুদ্ধরত ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার (৩ লাখ ৪৬ হাজার ৯০০ কোটি টাকা) অর্থ সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
আল জাজিরার বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সহায়তার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হয়েছে ৩৬৮-৫৭ ভোটে। এর পক্ষে ভোট দেন ডেমোক্রেটিক পার্টির সব আইনপ্রণেতা। অন্যদিকে বিরোধী রিপাবলিকান পার্টির প্রতি চারজনের তিনজন প্রস্তাবের পক্ষে ছিলেন।
দুই সপ্তাহ আগে ইউক্রেনে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা পাঠানোর প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবে সে অর্থের পরিমাণ আরও ৭০০ কোটি ডলার বেড়েছে।
এ অর্থের মাধ্যমে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয়া হবে। পাশাপাশি দেশটির আঞ্চলিক মিত্রগুলোকে সহায়তা, অস্ত্রের ঘাটতি পূরণ এবং খাদ্যসংকট মোকাবিলায় কাজে লাগানো হবে এ অর্থ।
প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ দাঁড়াল ৫ হাজার ৪০০ কোটি ডলারে। এর মধ্যে মার্চে দেয়া ১ হাজার ৩৬০ কোটি ডলারের সহায়তাও রয়েছে।